জুলাই বিপ্লবের তিনটি কবিতা

শহীদ আবু সাঈদ স্মরণে
মুহম্মদ আবু বকর
একটু বাড়ি ফেরার তাড়া ছিল হয়তো
হয়তো ভেবেছিল গাড়ি পাবে না শেষে
সব গাড়ি ছেড়ে যাবে
আর তাছাড়া কে না জানে
অ্যাম্বুলেন্স সবচেয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারে
সবাই তাকে পথ ছেড়ে দেয়।
হয়তো বাড়িতে চাল ফুরিয়ে গিয়েছিল
টিউশনের টাকা দিয়ে চাল কিনে দিতে হবে বাড়িতে
তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে
যদিও ভাঙা মাস; তবু কিছু টাকা স্টুডেন্টের মায়ের কাছে
চেয়ে নিয়ে তার বাড়ি যাবার তাড়া ছিল।
তাই সে দাঁড়িয়েছিল বুলেটের সামনে
কারণ সে জানতো বুলেটের সামনে দাঁড়ালেই অ্যাম্বুলেন্স পাওয়া যাবে
আর কে না জানে?
অ্যাম্বুলেন্স সবচেয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারে
সবাই তাকে পথ ছেড়ে দেয়।
****
আমি প্রজ্জ্বলিত শিখা
তাইয়িবা তাসনীম
আমি মানি না
অন্যায়ের নিঃশ্বাস, অবিচারের চাহনি,
কোনো শাসকের মনগড়া শাসানি।
আমি মাথা নোয়াই না
অসত্যের কোনো বাণীতে।
আমি চলেছি সত্যের দীপ্ত পথ ধরে,
আত্মাকে জ্বালিয়েছি ন্যায়ের প্রজ্জ্বলিত শিখাতে।
আমি ভীরু নই,
নই বেখেয়ালি—
আমি দাঁড়াই স্পর্ধায়, অন্যায়ের বিপক্ষে।
আমি তীব্র দাবানল,
শুদ্ধ জাগরণের দীপ্ত ভাষা—
আমিই প্রজ্জ্বলিত শিখা।
****
তারুণ্যের বিপ্লব
এম এম উজ্জ্বল
রোদে তপ্ত রাজপথ, অগ্নির স্ফূলিঙ্গ কণ্ঠে—
তারুণ্যের মিছিল চলে লোহার কঠিন পায়ে
উৎখাত করো অন্যায়, শিকল পড়াও পায়ে
ন্যায় মার্গ ব্যপ্ত করো, ইনসাফ গড় দেশে।
টগবগ রক্তধারা শিরায় শিরায় চলে
তরুণ পেশীর শক্তি সূর্যের মতন জ্বলে
বিপ্লব করো, বিপ্লব গড়তে শান্তির নীড়ে
স্বদেশ করো স্বাধীন, নিঃশ্বাস ছাড়তে ব্যোমে।
এসইউ/এএসএম