ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বঙ্গবন্ধু স্মরণে তিনটি ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৭ মার্চ ২০২২

একটি মুজিব

একটি মুজিব সাতসকালের
আলোকিত রবি,
একটি মুজিব লাল-সবুজের
রঙে আঁকা ছবি।

একটি মুজিব মুক্তিকামী
ভোরের ডাকা পাখি,
একটি মুজিব স্বাধীনচেতা
বাংলা মায়ের আঁখি।

****

স্বাধীনতার চাবি

মুজিব মানে মুক্ত হয়ে
স্বাধীন পথে চলা,
মুজিব মানে দীপ্তকণ্ঠে
হকের কথা বলা।

মুজিব মানে ন্যায়ের পথে
যুদ্ধ করে যাওয়া,
মুজিব মানে লাল-সবুজের
এই পতাকা পাওয়া।

মুজিব মানে দেশ-জনতার
মুক্তি পাওয়ার দাবি,
মুজিব মানে প্রাণের বাংলা
স্বাধীনতার চাবি।

****

মহানায়ক

মুজিব তুমি মুক্তপাখি
খোকাখুকির আঁকাআঁকি
বাংলা মায়ের প্রাণ,
মুজিব তুমি মহানায়ক
মুক্তিযুদ্ধের মহাগায়ক
স্বাধীনতার গান।

মুজিব তুমি সবার সেরা
মনটি ছিল স্বপ্নে ঘেরা
বাঙালিদের নিয়ে,
মুজিব তুমি মহান ছিলে
দেশের তরে জীবন দিলে
বুকের রক্ত দিয়ে।

ছড়াকার: আবু তালহা রায়হান

এসইউ/এএসএম

আরও পড়ুন