ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আনিস ফারদীনের স্মৃতির ডায়েরি ও অন্যান্য কবিতা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৬ আগস্ট ২০২২

স্মৃতির ডায়েরি

ডায়েরির পাতা ওল্টাতেই চোখে পড়ে
চেনা জানা কত শত দিব্য স্মৃতিপট;
পাতাগুলোর শব্দে যেন বিউগল সুর
কান্নার শব্দে যে হাসির ছন্দপতন।

স্মৃতির কোনায় জমা হয় কত কিছু
আড়ালে আবডালে যে সম্মুখগমন;
তবু তারা যেন নিয়ে যায় পিছু পিছু
শিষের পর শিষ বাজিয়ে আনমন।

এ সময়ের সাথে অতীত এসে মিশে
ডায়েরির পাতা হয়ে যায় সঙ্গী তার;
লুকোচুরি খেলায় মিশে স্মৃতির খাতা
স্মৃতি, অতীত খুঁজে যেন বাঁধনহারা।

****

মর্মর শব্দ

পায়ের নিচের শুকনো পাতার মর্মর শব্দ
হকচকিয়ে যাই এক অজানা নীল আতঙ্কে;
সামনে ভেসে আসে কতক অযাচিত শব্দ
মৃত্যু, স্তব্ধতা আর জীবনের নিলীন সময়।

কত সবুজ, প্রাণবন্ত ছিল শুকনো পাতারা
অথচ সময়ের ঘূর্ণিপাকে আজ ক্লান্ত তারা;
সবুজ পেয়েছে লাল, হলুদের বিমর্ষ আবহ
মৃত আর দগ্ধ ক্ষত সবুজ প্রাণবন্ত শরীরে।

যারা বাতাসের আবহে দুলতো সময়-অসময়ে
গাইতো হৈ-হুল্লোড়ে জীবনের সমস্ত রঙিন গান;
আনমনে অগোচরে বাঁধতো রাজ্যের সব স্বপ্ন
আজ তারা যে ঝরে পড়েছে একান্ত অনিচ্ছায়।

তাই আঁতকে উঠি, পাতাদের ঝরে পড়ার শব্দে
ভেবে যাই আনমনে নিষ্ঠুর পাতার অমোঘ মৃত্যু;
পাতাদের মতো অসময়ে ঝরে পড়ে কত জীবন
কবে যে পাতাদের মতো আসে আমারও ডাক!

****

আঙুলে আঙুল

তোর চোখে চোখ রেখে
হতে পারি মাতাল,
প্রেমে প্রেমে হৃদয় অবশ
তুচ্ছ আকাশ-পাতাল।

সুতোর সাথে সুতো গাঁথি
আঙুলে আঙুল,
মনে প্রেমের স্বপ্ন আঁকি
যেন মাল্য বকুল।

হাওয়ায় হাওয়ায় রটে যাবে
জীবন প্রেমের গান,
ইচ্ছে খাতায় স্নিগ্ধ জীবন
আহ্লাদী এ প্রাণ।

এসইউ/জিকেএস

আরও পড়ুন