ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কড়াইল বস্তিতে আগুন

‘আগুনে পুড়ে আমার সব শ্যাষ’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট। আরও তিনটি ইউনিট পথে রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। জাগো নিউজকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

সরেজমিনে দেখা যায়, আগুনে বহু মানুষের জিনিসপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের পাশেই কান্নায় ভেঙে পড়েন বস্তির বাসিন্দা লাভলী বেগম।

jagonews24

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ও ভাই আমার সব পুইড়া শ্যাষ, কিচ্ছু নেই। সাত বছর ধরে এই বস্তিতে আছি। অনেক কষ্টে তিল তিল করে জিনিসপত্র কিনেছিলাম। ঘরে টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র কিনেছিলাম। মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। এ আগুন আমার সব শ্যাষ করে দিল।’

কড়াইল বস্তির বাসিন্দা গার্মেন্টসকর্মী নাসিমা বেগম, বোনের ফোনে খবর পেয়ে দ্রুত বস্তিতে ছুটে আসেন ঘটনাস্থলে। তিনি জাগো নিউজকে বলেন, ‘শুনেছি আমার ঘর পুড়ে গেছে, সব জিনিস শেষ হয়ে গেছে। এখন কীভাবে কি করবো, বুঝতে পারছি না।’

jagonews24

রাশেদ বিন খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। যানজটের কারণে এখনো পথে রয়েছে তিনটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/

টাইমলাইন

  1. ০৯:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তিতে বারবার আগুন, দায় কার?
  2. ১০:৪৫ এএম, ২৬ নভেম্বর ২০২৫ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা করা হবে: প্রধান উপদেষ্টা
  3. ০৮:৩০ এএম, ২৬ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের শোক
  4. ১২:৩৭ এএম, ২৬ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তির ১৫০০ ঘর-বাড়ি আগুনে পুড়েছে: ফায়ার সার্ভিস
  5. ১১:২৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘স্বপ্ন আগুনে পুড়ে ছাই’, কান্না আর আহাজারি বস্তিবাসীর
  6. ১০:৪৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ৫ ঘণ্টা পর নিভলো কড়াইল বস্তির আগুন
  7. ১০:০০ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কাছে যেতে পারছে না ফায়ার সার্ভিসের গাড়ি, দূর থেকে আনতে হচ্ছে পানি
  8. ০৯:৫৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘আগুন থেকে বাঁচলেও শীত ও ক্ষুধা থেকে বাঁচতে পারছি না’
  9. ০৯:০৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‌‘রাতে কী খাবো, কোথায় যাবো জানি না’
  10. ০৯:০২ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ এখনো পুড়ছে কড়াইল বস্তি, ইউনিট বেড়ে ১৯
  11. ০৮:৫৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘আগুন দেখে শুধু বাচ্চাগুলোরে নিয়ে ঘর থেকে বের হতে পারছি’
  12. ০৭:৪৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ টিভি-ফ্রিজসহ মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছেন বস্তিবাসী
  13. ০৭:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ পানির স্বল্পতায় খাল থেকে জেনারেটর দিয়ে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস
  14. ০৭:২৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ যানজট পেরিয়ে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
  15. ০৭:০৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘আগুনে পুড়ে আমার সব শ্যাষ’
  16. ০৭:০৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ যানজটে আটকা গাড়ি, দূর থেকে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস
  17. ০৬:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, পথে আরও ৩টি
  18. ০৬:২১ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
  19. ০৫:৫৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ যানজটে আটকা ১১ ইউনিট, পুড়ছে কড়াইল বস্তি
  20. ০৫:৩৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন