কড়াইল বস্তি
‘আগুন থেকে বাঁচলেও শীত ও ক্ষুধা থেকে বাঁচতে পারছি না’
শীত ও ক্ষুধায় জবুথবু হয়ে কান্না করছে শিশুরা/ ছবি: জাগো নিউজ
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে অসংখ্য ঘর পুড়ে গেছে। বিকেলে লাগা আগুন রাত ৯টা পর্যন্তও দাউদাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন থেকে বাঁচতে বস্তি ছেড়ে বনানী-গুলশানের বিভিন্ন সড়কে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা।
কিন্তু ক্ষুধা ও শীতে জবুথবু হয়ে কান্না করছে তাদের সঙ্গে থাকা শিশুরা। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন অভিভাবকরা।

কড়াইল বস্তির বাসিন্দা মাহবুব হোসেন বলেন, আগুন লাগার পর জীবন নিয়ে বের হয়েছি। পকেটে কোনো টাকা-পয়সাও ছিল না। এখন তিন বছরের ছেলে শীতে এবং ক্ষুধায় কাঁদছে। কিন্তু খাবার কোথায় পাবো। পরিচিত সবার বাসা পুড়ে গেছে।
তিনি বলেন, কড়াইল বস্তির চারপাশে দেশের সবচেয়ে ধনী মানুষের বাস। তারাসহ ঢাকার বিত্তবানদের সহযোগিতা চাই। আগুন থেকে বাঁচলেও শীত ও ক্ষুধা থেকে বাঁচতে পারছি না।

কড়াইল বস্তিতে রিকশা গ্যারেজে কাজ করতেন জামাল হোসেন। আগুনে তার গ্যারেজ ও বাসা পুড়ে গেছে। তিনি জানান, তার স্ত্রী ঘরে তালা দিয়ে বনানীর একটি বাসায় গৃহকর্মীর কাজে গেছেন। সঙ্গে করে দেড় বছরের বাচ্চাটাও নিয়েছিলেন। এ কারণে আগুন লাগার পর ঘরের তালা ভেঙে ঘরে ঢুকতে পারেননি তিনি। এখন পরিবার নিয়ে রাস্তায় আছেন তিনি।

তিনি বলেন, এখন শীতে বাচ্চার খুব কষ্ট হচ্ছে। আমাদেরও ক্ষুধাও লেগেছে। কিন্তু খাবার কেনার টাকা নেই। সবার সহযোগিতা চাই।
এমএমএ/এমআইএইচএস/এমএস
টাইমলাইন
- ০৯:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তিতে বারবার আগুন, দায় কার?
- ১০:৪৫ এএম, ২৬ নভেম্বর ২০২৫ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা করা হবে: প্রধান উপদেষ্টা
- ০৮:৩০ এএম, ২৬ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের শোক
- ১২:৩৭ এএম, ২৬ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তির ১৫০০ ঘর-বাড়ি আগুনে পুড়েছে: ফায়ার সার্ভিস
- ১১:২৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘স্বপ্ন আগুনে পুড়ে ছাই’, কান্না আর আহাজারি বস্তিবাসীর
- ১০:৪৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ৫ ঘণ্টা পর নিভলো কড়াইল বস্তির আগুন
- ১০:০০ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কাছে যেতে পারছে না ফায়ার সার্ভিসের গাড়ি, দূর থেকে আনতে হচ্ছে পানি
- ০৯:৫৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘আগুন থেকে বাঁচলেও শীত ও ক্ষুধা থেকে বাঁচতে পারছি না’
- ০৯:০৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘রাতে কী খাবো, কোথায় যাবো জানি না’
- ০৯:০২ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ এখনো পুড়ছে কড়াইল বস্তি, ইউনিট বেড়ে ১৯
- ০৮:৫৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘আগুন দেখে শুধু বাচ্চাগুলোরে নিয়ে ঘর থেকে বের হতে পারছি’
- ০৭:৪৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ টিভি-ফ্রিজসহ মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছেন বস্তিবাসী
- ০৭:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ পানির স্বল্পতায় খাল থেকে জেনারেটর দিয়ে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস
- ০৭:২৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ যানজট পেরিয়ে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
- ০৭:০৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ ‘আগুনে পুড়ে আমার সব শ্যাষ’
- ০৭:০৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ যানজটে আটকা গাড়ি, দূর থেকে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস
- ০৬:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, পথে আরও ৩টি
- ০৬:২১ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
- ০৫:৫৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ যানজটে আটকা ১১ ইউনিট, পুড়ছে কড়াইল বস্তি
- ০৫:৩৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন