বাড্ডায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় হনুফা বেগম (৫৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। তিনি উত্তর বাড্ডার সবজি গলি এলাকায় ইয়াসিন নামে এক ব্যক্তির বাসায় কাজ করতেন।
মঙ্গলবার দুপুরে ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হনুফার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইয়াসিন নামে এক ব্যক্তির বাসায় অনেক বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এআর/ওআর/আইআই
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর