দিয়াবাড়িতে আমের আড়তে র্যাবের অভিযান
রাজধানীর মিরপুর শাহআলী দিয়াবাড়ি এলাকায় আমের আড়তে অভিযান পরিচালনা করছে র্যাব।
মেট্রোপলিটন মিরপুর কৃষি অফিসারের সহযোগিতায় শুক্রবার (২৪ মে) সকাল ১০টায় র্যাব-৪ এ অভিযান শুরু করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, ল্যাংড়া আম ৭ জুনের পর পাওয়ার কথা। কিন্তু ঠিকই তা দোকানে দোকানে পাওয়া যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ব আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে যা মানবদেহের জন্য ক্ষতিকর।
ম্যাজিস্ট্রেট নিজাম বলেন, অভিযানে বিপুল পরিমাণ ল্যাংড়া ও গুটি আম জব্দ করা হয়েছে।

অভিযানে জব্দ আমের উপরে কাঁচা কিন্তু ভেতরে পাকা। অথচ আটি নরম। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
অভিযানে উপস্থিত রয়েছেন র্যাব-৪ ও মেট্রোপলিটন মিরপুর কৃষি অফিসার নুরজাহান।
জেইউ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো