পাঠাবলির সময় খড়গে হাত বিচ্ছিন্ন যুবকের
চট্টগ্রামের রাউজানে পাঁঠা বলির সময় অসাবধানতাবশত খড়গে (রামদা) আদিনাথ দে (৩০) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়েছে।
রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়ায় রোববার দুপুর ১২টার দিকে মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ খড়গ দিয়ে পাঁঠা বলি দিতে যান। এ সময় খড়গটি উপরে থাকা ইলেকট্রিক তারে লেগে পাঠা চেপে ধরা আদিনাথের বাম হাতের ওপর পড়ে। এতে তার হাত কাটা পড়ে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
আবু আজাদ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত