ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জবির বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গঠনতান্ত্রিকভাবে এ কমিটি গঠন করা হয়। এ সময় সংগঠনের শিক্ষক উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টা সহ সকল সিনিয়ররা ৩১ সদস্যদের কমিটির অনুমোদন দেন।

যেখানে সভাপতি করা হয়েছে, অনুজীব বিজ্ঞান বিভাগের মো. যায়িদ হাসান দেওয়ানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগের নাঈম হোসাঈনকে।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক উপদেষ্টা আব্দুল্লাহ আল মাসুদ, অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী সদস্য ফয়সাল খান, শেখ তাহের, আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট হুমায়ুন কবির, নাহিদুল ইসলাম, গোলাম কবীর, দীপঙ্কর দাস, এম এম মাসুদুর রহমান, শরিফুল ইসলাম শাওন, সোহাগ হোসাইন, আসাদুজ্জামান আসাদ, সিয়াম খান, বাবুল হোসাইন সোহাগ, সাইফুল ইসলাম ইমরান, ফজলে রাব্বি লোটাস, মো. রাশেদুল ইসলাম (রাশু)।

সংগঠনটি একটি ভাতৃপ্রতিম সংগঠন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত। এ কমিটি আগামী এক বছর বহাল থাকবে। নতুন কমিটির সবাই যাতে সঠিকভাবে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালন করতে পারে সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন সদস্যবৃন্দ।

এফআর/জেআইএম