হাদির ওপর হামলা কি টেস্ট কেস?
জুলাই অভ্যুত্থানের পরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দিয়ে আলোচনায় আসা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখন সংকটাপন্ন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার জুমার নামাজের পরে নির্বাচনি প্রচার চালানোর সময় তিনি গুলিবিদ্ধ হন। চিকিৎসকরা বলছেন, হাদির কানের একপাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ওসমান হাদি।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরদিনই এই ঘটনা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। কারা হাদিকে কী উদ্দেশ্যে গুলি করলো—সেটি যেমন প্রশ্ন, তেমনি হাদিকে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ, নাকি এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে টার্গেট কিলিংয়ের জন্য এটি একটি ‘টেস্ট কেস’—সেই আলোচনাও জোরদার হচ্ছে।
এই ঘটনার পরদিন শনিবার হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, অন্তত ৫০ জনকে হত্যার টার্গেট করা হয়েছে। এর পেছনে তিনি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে বলে দাবি করেছেন। প্রশ্ন হলো, এই আশঙ্কা যদি সত্যিই হয় যে, হাদিকে হত্যাচেষ্টা কিছু টার্গেট কিলিংয়ের টেস্ট কেস, তাহলে এর মধ্য দিয়ে খুনিরা কী অর্জন রতে চায়? শুধুই কি নির্বাচন বানচাল করা নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে? নির্বাচন বাচনাল হলে কার লাভ কার ক্ষতি? নির্বাচন বানচাল হলে বা দীর্ঘ সময়ের জন্য ঝুলে গেলে যাদের লাভ, হাদির ওপর হামলায় তাদের কোনো ইন্ধন রয়েছে কি না বা রাজনৈতিক বিভক্তির সুযোগ গিয়ে তৃতীয় কোনো পক্ষ এই ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কি না এবং সেই তৃতীয় পক্ষ কারা আর মাছটিরই বা কী নাম? দেশি-বিদেশি কোনো শক্তি কি দেশে একটি চরম অস্থিরতা তৈরি করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে যেহেতু তার নিরাপত্তা সংকটই প্রধান কারণ বলে মনে করা হয় বা তার বক্তব্যেও যেহেতু বিষয়টা পরিষ্কার, ফলে তার দেশে ফেরাটা আরও বেশি অনিশ্চিত করে তোলার জন্য তথা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য হাদির ওপর হামলা একটি বড় সংকেত কি না—জনপরিসরে এরকম একটি ধারণাও আছে। আর এ কারণেই হয়তো হাদির ওপর যেদিন হামলা হলো সেদিন রাতেই বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন। এতদিন তার দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে বলা হতো যে, তিনি শিগ্গিরই দেশে ফিরবেন। এরপর বলা হলো, নভেম্বরে আসবেন। তারপর বলা হলো নির্বাচনের তফসিল ঘোষণার পরে। সবশেষ দলের একজন নেতা বলেছিলেন, বিজয়ের মাসেই তিনি আসবেন। কিন্তু দলের মহাসচিব জনালেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। অর্থাৎ যেদিন হাদিকে হত্যার জন্য খুব কাছ থেকে গুলি করা হলো, সেদিনই তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণাটিও একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা।
গণমাধ্যমের খবর বলছে, ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজের পরে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন হাদি। কিন্তু অটোরিকশায় যাওয়ার পথে তাকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সন্ধ্যার দিকে সেখানে তার অপারেশন হয়। অপারেশন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, হাদির অবস্থা খুবই খারাপ। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। অপারেশন চলাকালে ওসমান হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয় বলেও জানান চিকিৎসক। এ অবস্থায় পরিবারের ইচ্ছায় ওইদিন রাত আটটার দিকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। যে হাসপাতালে এ মুহূর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও চিকিৎসাধীন।
এই ঘটনায় দ্রুতই অপরাধীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয় হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। বিএনপি-জামায়াত-এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলও এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে এবং এই ঘটনাটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তা নিয়ে নানাজন নানা মন্তব্য করেন। তবে ইনকিলাব মঞ্চ এই ঘটনায় সরাসরি কাউকে দোষারোপ না করলেও তারা কাউকেই সন্দেহের বাইরে রাখছে না বলে জানায়।
এই ঘটনার কিছু সময় পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন-ডাকসুর ভিপি সাদিক কায়েমের একটি ফেসবুক পোস্ট বেশ আলোচনার জন্ম দেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’
অভ্যুত্থানের পরে দেশ যেহেতু একটি ভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার ভেতরে ঢুকে গেছে, সেসব বিবেচনায় নিয়ে নির্বাচনে যারাই সংখ্যাগরিষ্ঠ আসনের জয়লাভ করুক না কেন, অন্তত এবারের সরকারটি জাতীয় সরকার মডেলে হলে দেশি-বিদেশি সংকট মোকাবিলা করা সহজ হবে। কারণ নির্বাচনের পরে গঠিত সরকারকেও যদি আবার রাজনৈতিক কর্মসূচির নামে আন্দোলন ও বিক্ষোভ মোকাবিলা করতে হয়, তাহলে অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তনের আকাঙ্ক্ষার পথে দেশকে পরিচালিত করা বেশ কঠিন হবে।
কিন্তু এই তার পোস্ট নিয়ে সমালোচনা শুরু হয়। কারণ জনমনে প্রশ্ন ওঠে, তিনি কি জানেন কারা হাদিকে গুলি করেছে? অনেকেই মনে করেন, সাদিক কায়েম হয়তো ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করেছেন। এই আসন থেকেই সাদিক কায়েম জামায়াতের প্রার্থী হতে পারেন—এমন গুঞ্জনও আছে। বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাথে সাথেই ঢাকা মেডিকেল যান হাদিকে দেখতে। অবশ্য সেখানে গিয়ে তিনি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এদিন রাতে তারেক রহমানে দেশে ফেরার ঘোষণা দেয়ার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মেডিকেলে মির্জা আব্বাসকে ঘিরে একধরনের মব সৃষ্টির প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে বিএনপির কোনো নেতা বা প্রার্থীর সঙ্গে এইধরনের আচরণ করা হলে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
পরদিন সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো একটি ছবির বরাত দিয়ে হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি জামায়াত শিবিরের রাজনীতির সাথে যুক্ত বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। যদিও ভুল বুঝতে পেরে পরে তিনি এর জন্য দুঃখপ্রকাশ করে বিৃবতি দেন।
হাদির ওপরে কে গুলি করেছে, সেই ব্যক্তিকে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী খুঁজে বের করবে—এই প্রত্যাশা সুস্থ বোধসম্পন্ন সকল মানুষেরই। হাদি সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরবেন, সুস্থ নির্বাচনি প্রতিযোগিতায় অংশ নেবেন—এই প্রত্যাশাও মানুষের আছে। কিন্তু সবচেয়ে বেশি জরুরি এটা জানা যে, সত্যিই হাদির ওপর এই হামলাটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র কি না?
মনে রাখতে হবে, ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনটি বিগত দিনের ১২টি জাতীয় সংসদ নির্বাচনের মতো নয়। পরপর তিনটি নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারা একটি অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ-গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। যে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু করবে এবং অভ্যুত্থানের পরে প্রাতিষ্ঠানিক সংস্কারের যে প্রত্যাশা জনমনে তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণে কাজ শুরু করবে।
অনির্বাচিত সরকারের আমলে দেশ সব সময়ই অস্থির থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে না। নানারকম ডেভিল ফোর্স বা অশুভ শক্তি সোচ্চার হয়। তারা নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। তাছাড়া অনির্বাচিত সরকারের সঙ্গে প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে না। অনেক জায়গায় ছন্দপতন ঘটে। সাধারণ মানুষ একধরনের নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে থাকে। ফলে সামগ্রিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি।
এই নির্বাচনটি বানচাল হয়ে গেলে বা দীর্ঘ সময়ের জন্য ঝুলে গেলে দেশ এখন যে সংকটে আছে, তার চেয়ে অনেক বেশি সংকটে নিপতিত হবে। সুতরাং রাজনৈতিক আদর্শ, দর্শন ও কর্মসূচি ভিন্ন হলেও এই মুহূর্তে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য জরুরি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বারবার জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, সেই ঐক্যে যে বড় ধরনের ফাটল ধরেছে, তা নানা ঘটনায় স্পষ্ট। কিন্তু এখন অন্তত হাদির এই ঘটনার পরে সেই ফাটল দূর করা জরুরি।
মনে রাখতে হবে, নির্বাচন বানচাল করে বা পিছিয়ে দিয়ে কেউ যদি রাজনৈতিক ফায়দা নেবে বলে মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। বরং নির্বাচন না হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এমন সব পরিস্থিতি দেশে তৈরি হবে যা হয়তো আমাদের কল্পনারও অতীত। অতএব যে-কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আর অভ্যুত্থানের পরে দেশ যেহেতু একটি ভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার ভেতরে ঢুকে গেছে, সেসব বিবেচনায় নিয়ে নির্বাচনে যারাই সংখ্যাগরিষ্ঠ আসনের জয়লাভ করুক না কেন, অন্তত এবারের সরকারটি জাতীয় সরকার মডেলে হলে দেশি-বিদেশি সংকট মোকাবিলা করা সহজ হবে। কারণ নির্বাচনের পরে গঠিত সরকারকেও যদি আবার রাজনৈতিক কর্মসূচির নামে আন্দোলন ও বিক্ষোভ মোকাবিলা করতে হয়, তাহলে অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তনের আকাঙ্ক্ষার পথে দেশকে পরিচালিত করা বেশ কঠিন হবে।
লেখক : সাংবাদিক ও লেখক।
এইচআর/জেআইএম
টাইমলাইন
- ০৫:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে’
- ০৪:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি, জড়িত ওয়ার্ড কাউন্সিলর বাপ্পী
- ১২:৩৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার
- ১২:২৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
- ০৬:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- ০৫:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার-দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
- ০৪:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ দাফনের তৃতীয় দিনেও হাদির কবরে মানুষের ভিড়, চোখে অশ্রু
- ০৩:২৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ হাদির হত্যাকারী কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম
- ০২:৩৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ ৯০ দিনের মধ্যে হাদির হত্যার বিচার হবে: আইন উপদেষ্টা
- ০১:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ পুলিশ অ্যাকশনে গেলে গুলি হতো, দুই-চারজন মারা যেত
- ১১:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার হান্নানের জামিন
- ১০:৪৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ০৬:২০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রিমান্ডে আসামিরা আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবেন, আশা রাষ্ট্রপক্ষের
- ০৬:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে রিট
- ০১:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ শহীদ হাদি স্বপ্ন দেখতেন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার
- ০৮:৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজা-দাফন শৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
- ০৮:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালক ফের রিমান্ডে, কারাগারে নুরুজ্জামান
- ০৭:০৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত যারা
- ০৭:০১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যাকাণ্ড বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন
- ০৬:৩৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
- ০৬:৩৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদির খুনিদের গ্রেফতারে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম
- ০৬:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় আজ তার সন্তানকে বুকে টেনে নিয়েছে: উপাচার্য
- ০৬:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি হত্যার দ্রুত-স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
- ০৬:২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে হেঁটে বাড়ি ফিরছেন লাখো মানুষ
- ০৬:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
- ০৫:২২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ আল্লাহ ভাইকে শহীদ হিসেবে কবুল করুন: মোনাজাতে হাদির ভাই
- ০৫:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
- ০৫:১২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদির মৃত্যুতে শোক, অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান
- ০৪:৫৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির কবরের দিকে জনস্রোত, শাহবাগে পুলিশের ব্যারিকেড
- ০৪:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শেখ হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন: টুকু
- ০৪:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ০৪:৩৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা
- ০৪:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ নিশ্চয়ই আসমানে এর চেয়ে বড় রাজকীয় অভ্যর্থনার আয়োজন চলছে
- ০৪:২৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ সরকারের পদক্ষেপ জানাতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
- ০৪:১৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদির সমাধি দেখতে টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত জনস্রোত
- ০৩:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ সরকারের ব্যর্থতায় খুন হয়েছেন ওসমান হাদি: নুর
- ০৩:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ চাঁদপুরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
- ০৩:৩৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি
- ০৩:৩৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, হয়ে উঠলেন সার্বভৌমত্বের বড় প্রতীক
- ০৩:১৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ঢাবিতে পৌঁছেছে হাদির মরদেহ
- ০৩:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের
- ০৩:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ তুমি যা বলে গেছো, তা বংশানুক্রমে পূরণ করা হবে: প্রধান উপদেষ্টা
- ০৩:০২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত রাজশাহী ওয়ারিয়র্সের
- ০২:৫৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদির কবর প্রস্তুত, বাড়ানো হয়েছে নিরাপত্তা
- ০২:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ যতদিন আছে, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে আছো
- ০২:৩১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজা সম্পন্ন
- ০২:৩১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদির দাফন ঘিরে কবরস্থান এলাকায় পুলিশ-বিজিবি-সোয়াট মোতায়েন
- ০২:২৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ আমাদের শির নত হবে না এ মন্ত্র দিয়ে গেছো হাদি: প্রধান উপদেষ্টা
- ০২:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে
- ০২:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির দাফন ঘিরে ঢাবিতে নিরাপত্তা জোরদার
- ০১:৫৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদির জানাজায় অংশ নিতে জবি থেকে গেলো শিক্ষার্থীবাহী ৭ বাস
- ০১:৫১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক
- ০১:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ঢাবিতে খনন করা হয়েছে ওসমান হাদির কবর
- ০১:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ
- ০১:১৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শেষ গোসল, জানাজার জন্য ওসমান হাদিকে নেওয়া হচ্ছে দেড়টায়
- ০১:১৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার বিচার চেয়ে স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ
- ০১:০৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাবি থেকে গেলো শিক্ষার্থীবাহী ৮ বাস
- ০১:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ৮৭০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
- ১২:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজায় তিন স্তরে নিরাপত্তা তল্লাশি
- ১২:৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ময়নাতদন্ত শেষে ফের হৃদরোগ ইনস্টিটিউটে ওসমান হাদির মরদেহ
- ১২:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দলে দলে আসছে মানুষ
- ১২:১৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১২:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ টিনশেডের ঘর থেকে তরুণদের আইকন, কে এই ওসমান হাদি?
- ১২:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির সমাধিস্থল দেখতে ছুটে আসছেন শিক্ষার্থী-জনতা
- ১১:১৬ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ কবি নজরুলের পাশেই সমাহিত হবেন শহীদ ওসমান হাদি
- ১১:০৫ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় ভয়াবহ আঘাত
- ১০:৫৮ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির শাহাদাত ও সাম্প্রতিক সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতি
- ১০:৪৯ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে
- ১০:৪২ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকছে পর্যাপ্ত পুলিশ
- ১০:০১ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
- ০৯:১৪ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামে যুবলীগ নেতা আব্দুল জব্বার আটক
- ০৯:০৯ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ যবিপ্রবিতে হাদির গায়েবানা জানাজা, শনিবার ক্লাস পরীক্ষা বন্ধ
- ০৯:০৮ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াত আমির
- ১০:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হিমঘরে হাদির মরদেহ, হৃদরোগ ইনস্টিটিউটের সামনে ছাত্র-জনতার স্লোগান
- ০৯:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ০৯:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ০৯:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির মৃত্যুতে গভীর শোক ফ্রান্সের, রাজনৈতিক সহিংসতার কঠোর নিন্দা
- ০৯:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রতিশোধ-বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে: জাতিসংঘের মানবাধিকারপ্রধান
- ০৮:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০ ডিসেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ০৮:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে নাহিদ
- ০৮:২৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদিকে ‘জংলি’ আখ্যা দেওয়া ইবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি
- ০৮:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির কফিনে বিএনপির ফুলেল শ্রদ্ধা
- ০৮:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যা ঘিরে সহিংসতায় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না: টিআইবি
- ০৮:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ
- ০৮:০৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ইবিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা
- ০৮:০৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে বৈষম্যবিরোধী নেতার পুরস্কার ঘোষণা
- ০৭:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতে ছাত্রদলের স্মারকলিপি
- ০৭:৪৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শোক-ক্ষোভে উত্তাল শাহবাগ, ‘হাদি, হাদি’ স্লোগান প্রতিধ্বনিত
- ০৭:৩৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির রুহের মাগফিরাত কামনায় ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল
- ০৭:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ সংবাদপত্র অফিসে আক্রমণ গ্রহণযোগ্য হতে পারে না: গাজী আতাউর
- ০৭:২৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলো, ডেইলি স্টার ও নূরুল কবীরের ওপর হামলার নিন্দা
- ০৭:১৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শহীদ ওসমান হাদির রক্ত আমাদের ঐক্যবদ্ধ করুক
- ০৭:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে শেষবারের মতো দেখতে ঢাবিতে ছাত্র-জনতার ভিড়
- ০৭:০২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ পিরোজপুরে ওসমান হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ
- ০৬:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শহীদ হাদির মরদেহ রাখা হবে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে
- ০৬:৩৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির মরদেহের অপেক্ষায় শাহবাগে বাড়ছে ভিড়
- ০৬:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা
- ০৬:২৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল, বিক্ষোভ-ব্লকেড
- ০৬:১৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি
- ০৬:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে প্রাণ গেলো শিবির নেতার
- ০৬:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ মিছিল
- ০৬:০৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির মরদেহ রাখা হতে পারে বারডেম অথবা সোহরাওয়ার্দী মেডিকেলে
- ০৫:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার প্রতিবাদে বেনাপোল টু বর্ডার লংমার্চ
- ০৫:৫০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় শহীদ ওসমান হাদির মরদেহ
- ০৫:৩৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির মরদেহের জন্য অপেক্ষা, কড়া নিরাপত্তা বলয়ে বিমানবন্দর
- ০৫:১৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির মাগফিরাত কামনায় জবি মসজিদ কমিটির দোয়া মাহফিল
- ০৫:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলো-ডেইলি স্টারের বন্ধুদের সহায়তায় ব্যর্থ হয়েছি: প্রেস সচিব
- ০৫:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শাহবাগের বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
- ০৫:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস
- ০৪:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ সরকারকে পরিস্থিতি আন্দাজ করা উচিত ছিল: সালাহউদ্দিন
- ০৪:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার বিচার দাবিতে নিরাপদ সড়ক আন্দোলনের বিক্ষোভ
- ০৪:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ঝিনাইদহে বিক্ষোভ, যুবলীগ নেতার শোরুমে ভাঙচুর
- ০৪:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ বিমানবন্দর-যমুনাসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন
- ০৪:২৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ স্লোগানে উত্তাল বায়তুল মোকাররম
- ০৪:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- ০৪:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার নিন্দা
- ০৪:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও ডিসির বাসভবন ঘেরাও
- ০৪:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলোর ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, আলামত সংগ্রহে সিআইডি
- ০৪:০৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টাদের শোক
- ০৪:০৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখুন: ডাকসু ভিপি
- ০৩:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ দেশের পথে ওসমান হাদির মরদেহ
- ০৩:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি নিহতের ঘটনায় মানিকগঞ্জে গায়েবানা জানাজা-বিক্ষোভ
- ০৩:৫৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, শিক্ষার্থী-জনতার ঢল
- ০৩:৩২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ছিলেন হাদি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ০৩:৩১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ অপরাধীদের শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সরকার: ফারুকী
- ০৩:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির খুনিদের গ্রেফতার নিশ্চিত করতে হবে: সম্মিলিত নারী প্রয়াস
- ০৩:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবিতে
- ০৩:০৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির পথ ধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে: সালাম
- ০৩:০৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
- ০৩:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র্যাব-সেনা
- ০২:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
- ০২:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ আটকে থাকা সাংবাদিক ও তাদের পরিবারে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা
- ০২:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ
- ০২:৪২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ
- ০২:৩৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলো ও ডেইলি স্টারের ভবন পরিদর্শন করলেন আইজিপি
- ০২:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ সিলেটে প্রথম আলো অফিস ভাঙচুর
- ০২:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শাহবাগে জুমার নামাজ আদায় করলেন বিক্ষোভকারীরা
- ০১:৫৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও প্রতিবাদ, সরব তারকারা
- ০১:৪১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ দুই সম্পাদককে ফোনে ‘সমবেদনা’, ড. ইউনূস বলেন ‘আমি গভীরভাবে ব্যথিত’
- ০১:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ডেইলি স্টারে আগুনে আর্কাইভ নষ্ট, কান্নায় ভেঙে পড়লেন ফটোসাংবাদিক
- ০১:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’
- ০১:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হামলা-ভাঙচুরে লন্ডভন্ড ছায়ানট
- ০১:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ অপ্রতিরোধ্য হাদির বিদ্রোহ ও ন্যায়ের যাত্রা
- ০১:১২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
- ১২:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ স্লোগানে উত্তাল শাহবাগ, বাড়ছে উপস্থিতি
- ১২:২৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি কবিতা লিখতেন ‘সীমান্ত শরিফ’ নামে
- ১২:০৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের
- ১১:৪০ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ১০:১২ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: ঢাবি সাদা দল
- ০৯:৫৬ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রশাসন হাদির খুনীকে ধরতে পারে না অথচ জামায়াত-বিএনপিকে ঠিকই ধরেছে
- ০৯:৫২ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির লড়াই এগিয়ে নেওয়ার প্রত্যয় জাতীয় যুবশক্তির
- ০৯:৫০ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফরিদা আখতার
- ০৯:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারাদেশে বিক্ষোভ
- ০৯:২০ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদি হত্যার বিচার দাবিতে ইডেন ছাত্রীদের বিক্ষোভ
- ০৯:১১ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক
- ০৮:৫৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা ছিলেন
- ০৮:৪৪ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ জান দিয়ে হলেও বিপ্লব পরিপূর্ণ করতে হবে
- ০৮:৩১ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শাহবাগে বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি
- ০৮:২৩ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার দোয়া-প্রার্থনার অনুরোধ
- ০৬:৫৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির মৃত্যু: সকালেও স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ
- ০৬:১৭ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শাহবাগ মোড়ে ফজরের নামাজ আদায় ছাত্র-জনতার
- ০৬:০০ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন: শায়খ আহমাদুল্লাহ
- ০৫:০০ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীদের গ্রেফতারের দাবি
- ০৩:৪৪ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলোর আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা
- ০৩:০৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলা, আটক ১২
- ০৩:০৪ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- ০২:৫৪ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে
- ০২:৩৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ০২:২৬ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ প্রথম আলো-ডেইলি স্টার অফিসে আগুন-ভাঙচুর, ভেতরে আটকা অনেকে
- ০২:১৭ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
- ০২:০৬ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ রাজপথে আবারও ঐক্যবদ্ধ ছাত্র-জনতা: আসিফ মাহমুদ
- ০১:১৪ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’
- ০১:০৭ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল ঢাকা
- ১২:৫৩ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হাদির খুনিদের গ্রেফতার ও শাস্তি চান তারেক রহমান
- ১২:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শোকের মুহূর্তে সবাইকে হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান
- ১২:৩৯ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ হল থেকে বেরিয়ে ঢাবির নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
- ১২:৩৪ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে
- ১২:১৬ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ সিঙ্গাপুর সরকারের প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ কৃতজ্ঞতা
- ১২:১১ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ
- ১২:০৫ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মৃত্যু: শাহবাগে ছাত্র-জনতার ঢল
- ১১:৫০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ ঢাবিতে জুলাই ঐক্যের বিক্ষোভ
- ১১:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
- ১১:২৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ রাস্তায় আগুন জ্বালিয়ে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- ১১:১৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ ঢাবির ভিসি চত্বরে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
- ১০:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ১০:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ হাদিকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি ফ্যাসিবাদীগোষ্ঠী
- ১০:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক
- ১০:৩৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
- ১০:০৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি মারা গেছেন
- ০৭:১৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ ফিলিপের হয়ে সীমান্ত পারাপারের কাজটি করেন সিবিয়ন ও সঞ্জয়
- ০৬:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ হামলাকারীদের সহযোগী সিবিয়ন ও সঞ্জয় ৩ দিনের রিমান্ডে
- ০৪:২৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ সিঙ্গাপুরেই হাদির অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে পরিবার
- ০৩:৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে মিলাদ ও দোয়া মাহফিল
- ০৩:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন
- ০৯:৩২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে গুলি: গণতন্ত্রের মর্যাদা ও নাগরিক নিরাপত্তার পরীক্ষা
- ০৮:৩৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি
- ০৭:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও শ্যালিকা পাঁচ দিনের রিমান্ডে
- ০৬:৪২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক
- ০৫:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ স্বরাষ্ট্র-পররাষ্ট্র-আইন উপদেষ্টার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি
- ০৪:৫২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম
- ০৪:২৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ শহীদ মিনারে শুরু সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
- ০৪:০৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হামলাকারীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, ‘সবকিছু এখানে বলা যাবে না’
- ০৩:৩৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হামলাকারীরা পালিয়েছে কি না, ফিলিপকে ধরা গেলে নিশ্চিত হওয়া যাবে
- ০২:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আদালতে পাঠানো হবে আজই
- ০১:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
- ০১:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
- ০১:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হাদিকে এভারকেয়ার থেকে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হচ্ছে
- ০১:২২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা
- ০১:১৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ
- ০১:১০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে শিক্ষার্থীরা
- ১২:২৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ ডাকসু ভবনের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
- ১২:০৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হাদির সঙ্গে সিঙ্গাপুর যেতে পারে তার দুই ভাই
- ১১:৫৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি
- ১০:০৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলা কি টেস্ট কেস?
- ১০:০৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করার দুই দিন পর মামলা
- ০৯:৩৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ ‘শুটার’ ফয়সাল ও বাইকচালক আলমগীর এখন কোথায়?
- ০৯:০৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ মোটরসাইকেলটি শোরুমে বিক্রি করে দিয়েছিলাম: আদালতকে হান্নান
- ০৭:১২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩
- ০৬:১৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন
- ০৫:৩৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান
- ০৪:২৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়বেন আশিক চৌধুরী
- ০৩:১১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ সেই মোটরসাইকেলের মালিক হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে
- ০৩:০৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা সংবাদে মামলা, তদন্তে ডিবি
- ০৩:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ তরুণ সমাজের কণ্ঠস্বর থামিয়ে দিতে ওসমান হাদিকে হত্যাচেষ্টা
- ০২:১৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে নেওয়া হতে পারে বিদেশ
- ০২:০৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই: ডিএমপি
- ০১:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলাকারীকে শনাক্তে ব্যর্থতা বিশ্বাসযোগ্য নয়: জুমা
- ১২:০৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
- ১১:৫৪ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির মতো হিটলিস্টে আছে আরও অনেকে: আসিফ মাহমুদ
- ১১:৪৪ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি বিপ্লবী নতুন বাংলাদেশের মুখ: প্রেস সচিব
- ১১:১০ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি: যেভাবে আটক মোটরসাইকেল মালিক
- ১০:০৫ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক
- ০৭:৫৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ডিএমপি কমিশনারের নামে ভুয়া ফটোকার্ড: দায়ীদের আইনের আওতায় আনা হবে
- ০৭:৩৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ মৌলভীবাজারে সীমান্তে বিশেষ চেকপোস্ট বসিয়েছে বিজিবি
- ০৭:৩৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ সিলেট সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, চেকপোস্ট বসিয়ে তল্লাশি
- ০৭:৩১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে
- ০৬:৫০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক বিজিবি
- ০৬:৪৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ তদন্তে বিশেষ অগ্রগতি, সন্দেহভাজন ফয়সালের বাসাসহ ৫ স্থান শনাক্ত
- ০৬:০০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ গুপ্ত বাহিনীর হামলার শিকার ওসমান হাদি: শিবির সেক্রেটারি
- ০৫:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, অথচ এখনো হয়নি মামলা
- ০৫:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ আওয়ামী লীগের লক্ষ্যবস্তু ৫০ প্রার্থী, প্রথম লক্ষ্য সফল হয়েছে
- ০৫:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
- ০৫:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ আক্রমণ শুধু হাদি না, সবার ওপর হয়েছে: ববি হাজ্জাজ
- ০৪:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে আসছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’
- ০৪:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, অন্তর্বর্তী সরকারকে নুর
- ০৩:২৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজন যুবকের বাড়ি পটুয়াখালীর বাউফলে
- ০২:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়া হবে: প্রধান উপদেষ্টা
- ০২:৩৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- ০২:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখতে দলগুলোর ঐক্যের ডাক
- ০১:২৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ইউনূসের সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
- ০১:১৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করায় বিএনপির বিক্ষোভ, মিছিলের সামনে থাকতে হট্টগোল
- ১২:৪০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ঝালকাঠিতে ওসমান হাদির বাসায় চুরি
- ১২:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি: আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
- ১২:২৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
- ১২:২২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলা কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র?
- ১২:২১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’: রাশেদ খাঁন
- ১২:০৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ
- ১১:০৪ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ যেভাবে রাজনীতিতে আসলেন ওসমান হাদি
- ১০:৫৯ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় ছাত্র মৈত্রীর প্রতিবাদ
- ১০:৩৫ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ ‘হাদির ওপর হামলাকারী আদাবর থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা’
- ০৮:৩৯ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলা প্রমাণ করে নির্বাচন বানচালের চক্রান্ত চলছে
- ০৮:৩৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
- ১০:০১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলির রক্তাক্ত ঘটনাস্থল ঘেরা ক্রাইমসিন টেপ দিয়ে
- ০৯:৪৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ দেশের তরুণ সমাজের কাছে হাদি ‘আইডল’: ওয়াফি
- ০৯:৩৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
- ০৯:৩৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
- ০৯:২৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি ইশরাকের
- ০৯:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলির প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- ০৯:০৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ ছাত্রশিবিরের
- ০৯:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলা: জড়িতদের বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ
- ০৮:৫৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ-দোয়া
- ০৮:১৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে ডাকসুর আলটিমেটাম
- ০৮:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের
- ০৮:০৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
- ০৮:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না: জামায়াত আমির
- ০৭:৫৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ
- ০৭:৪৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করা অভিযুক্তদের ধরতে র্যাব-পুলিশের চিরুনি অভিযান
- ০৭:৩৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খাঁন
- ০৭:২২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করা ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে
- ০৭:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- ০৭:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরাসরি আঘাত: এনসিপি
- ০৭:০৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’
- ০৬:৩৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে গুলির ঘটনায় নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ
- ০৬:২২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে গুলির ঘটনায় ঢামেকে ছাত্রদলের বিক্ষোভ
- ০৬:১৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- ০৬:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই: ফখরুল
- ০৬:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ঢাকা মেডিকেল উৎসুক জনতা, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
- ০৬:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলির প্রতিবাদে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
- ০৫:৫৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
- ০৫:৫৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ সিসিটিভি ফুটেজে দেখা গেলো হাদির ওপর হামলাকারীদের
- ০৫:৫৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা
- ০৫:৩৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ফিরে এসো প্রিয় ওসমান হাদি: আসিফ আকবর
- ০৫:৩১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ওপর হামলায় তারেক রহমানের নিন্দা
- ০৫:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে আমাদের খুবই প্রয়োজন: এসএম ফরহাদ
- ০৫:০৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে যারা গুলি করেছে তাদের চরম মূল্য দিতে হবে: উপদেষ্টা ফারুকী
- ০৫:০৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে গুলি নির্বাচনি পরিবেশ বানচাল করার নীলনকশা: বিএনপি
- ০৫:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির হামলাকারীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে
- ০৫:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের হাদিকে দেখতে ঢামেকে নাহিদ ইসলাম
- ০৪:৫০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ গ্যাংস্টারদের থেকে ঢাকাকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে
- ০৪:২৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হে আল্লাহ, হাদি ভাইকে হেফাজত করুন: সারজিস
- ০৪:২১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদি যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে
- ০৪:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো: হাসনাত আবদুল্লাহ
- ০৪:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- ০৪:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
- ০৪:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা মির্জা ফখরুলের
- ০৩:৫৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের হাদির জন্য ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন
- ০৩:৫৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ, জামায়াত আমিরের উদ্বেগ
- ০৩:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ছাত্রদল সম্পাদক
- ০২:৫১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ