ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি/ ছবি- সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তখনই ওসমান বিন হাদিকে উদ্ধার করে বেলা পৌনে ৩টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলি লেগেছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজের পরে মতিঝিলের বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাত ২ দুর্বৃত্তকারী গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, মতিঝিল বিজয়নগর কালভার্ট রোড এলাকা থেকে ওসমান হাদি নামের একজন গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তার বাম কানে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসাধীন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না। বিস্তারিত পেলে জানাবো।
কাজী আল-আমিন/টিটি/এসএনআর/এমএস/এএসএম
টাইমলাইন
- ০৪:২৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হে আল্লাহ, হাদি ভাইকে হেফাজত করুন: সারজিস
- ০৪:২১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদি যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে
- ০৪:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো: হাসনাত আবদুল্লাহ
- ০৪:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- ০৪:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
- ০৪:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা মির্জা ফখরুলের
- ০৩:৫৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের হাদির জন্য ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন
- ০৩:৫৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ, জামায়াত আমিরের উদ্বেগ
- ০৩:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ হাদিকে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ছাত্রদল সম্পাদক
- ০২:৫১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ