কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও সঞ্চালক, নেক্সাস টেলিভিশন। এর আগে কাজ করেছেন চ্যানেল টোয়েন্টিফোর, বিবিসি, এবিসি রেডিও, যায়যায়দিন ও প্রথম আলোতে।
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তিনি যুক্তরাজ্যের থমসন ফাউন্ডেশনের ইনকোয়ারার অ্যাওয়ার্ড, দুর্নীতি দমন কমিশন পুরস্কার, টিআইবি পুরস্কারসহ দেশ-বিদেশের আরও কিছু পুরস্কার পেয়েছেন।
দীর্ঘদিন সংসদ ও নির্বাচন ইস্যুতে রিপোর্ট করেছেন। তার ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক’ বইটি আপিল বিভাগ ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন।
১৯৭২ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে যে ৩৪ জন গণপরিষদ সদস্য বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন করেছিলেন, তাদের জীবনীনির্ভর গ্রন্থ ‘সংবিধান প্রণেতাগণ’-এরও লেখক তিনি।
রূপসী বাংলার কবি হিসেবে খ্যাত জীবনানন্দ দাশের ৫৫ বছরের জীবনে বাংলাদেশ ও ভারতে তার সকল স্মৃতিচিহ্ন খুঁজে বের করে আমীন লিখেছেন ‘জীবনানন্দের মানচিত্র’—যেটি ২০২১ সালে পেয়েছে কালি ও কলম পুরস্কার।
আমীন আল রশীদের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে সংবিধানের রাজনৈতিক বিতর্ক, সরকারি বিরোধী দল, জঙ্গিবাদ-গণতন্ত্র-আইনের শাসন, উন্নয়নপাঠ: নদী ও প্রাণ, মানুষের গল্প ইত্যাদি।
তিনি সমসাময়িক ইস্যুতে বিভিন্ন পত্রিকা ও পোর্টালে নিয়মিত কলাম লেখেন।