তারেক রহমানের জন্মদিনে উৎসব না করার আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান/ছবি সংগৃহীত
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনাসভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য বিজ্ঞপ্তিতে জোর আহ্বান জানানো হয়।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ এক হাতে ফ্যামিলি কার্ডের ঘোষণা, অন্য হাতে হিজাব খুলে নেওয়া দ্বিচারিতা
- ২ জামায়াত কখনোই বিএনপির সমান্তরাল কোনো রাজনৈতিক দল নয়
- ৩ বিএনপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: আমীর খসরু
- ৪ কমিউনিস্ট পার্টিই পারে লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে: প্রিন্স
- ৫ নির্বাচনে জোট গঠন করলেও নতুন বন্দোবস্তের লড়াই চলবে: নাহিদ ইসলাম