ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৫ এপ্রিল ২০১৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট গণনা শেষ করা পর্যন্ত অভিযোগের পর অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস ।
শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া সেতু পরিদর্শনকালে তিনি এ কথা  বলেন।

মন্ত্রী বলেন, গত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ফলাফল ঘোষণার আগ পর্যন্ত অভিযোগের পর অভিযোগ করেছিল। এটি বিএনপির পুরনো অভ্যাস।

নির্বাচন কমিশন সেনাবাহিনী যেভাবে চাইবে সরকার সেভাবে সেনাবাহিনী দিতে বাধ্য থাকবে। এর আগের ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশন যেভাবে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা রেখেছে তেমনি বর্তমানের ৩টি সিটি কর্পোরেশন নির্বাচনেও একইভাবে কাজ করবে।

মন্ত্রী আরও বলেন, লেমুয়াসহ ফোর লেইনের ২৩টি ব্রিজের মধ্যে ২০টির কাজ সম্পন্ন হয়েছে। ২৫০ কিমির মধ্যে ১২৮ কিমির কাজ শেষ হয়েছে। বাকি কাজ জুনের মধ্যে শেষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এসএস/আরআই