ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানলে তিনি মুক্তিযোদ্ধা নন

প্রকাশিত: ১১:০৯ এএম, ১০ মার্চ ২০১৬

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, যেসব মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না, জয় বাংলাকে বাঙালির মুক্তির স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় না তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারে না।

বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের রাজশাহী শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
নৌমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশের জন্ম হতো না। আর জয় বাংলা স্লোগান বাঙালিকে উজ্জীবিত করেছিলো, সেজন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আর এ দেশে পাকিস্তানি যুদ্ধাপরাধীদেরও একদিন বিচার করা হবে।

রাজশাহী জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহরিয়ার অনতু/এআরএ/এবিএস