ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সাবেক এমপি সালাউদ্দিন বাবু জামিনে মুক্ত

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৪ মার্চ ২০১৬

বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু র্দীঘ কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।  

এদিকে, বাবুর মুক্তিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শুকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ করেছে।  

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর রাজধানী পরিবাগের নিজ ফ্লাট থেকে বাবুকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির ডাকা হরতালে চলাকালে নাশকতা মামলায় তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় ২৬টি  মামলা রয়েছে।
 

আল মামুন/এএইচ/এমএস