ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ০৭:২১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মালয়েশিয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। রোববার স্থানীয় সময় সকাল ৯টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সামনে অস্থায়ী শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মিশনের ডেপুটি হাইকমিশনার মো. ফয়সাল আহমেদ।

এরপর শুরু হয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। প্রথমে হাইকমিশনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন৷ পরে মালয়েশিয়া আওয়ামী লীগ, মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগ, আমরা প্রবাসী যুবসংঘসহ বিভিন্ন সংগঠন।

Malaysia
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন ডেপুটি  হাইকমিশনার মো. ফয়সাল আহমেদ৷সঞ্চালনা করেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মুশাররাত জেবিন৷

আলোচনা সভায় উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর মো. ছায়েদুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি (শ্রম ) শাহিদা সুলতানা, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেএইচ/আরআইপি