ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় কোকো স্মৃতি সংসদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আলোচনা সভা, দোয়া ও কেককাটার মধ্যদিয়ে মালয়েশিয়ায় পালিত হয়েছে বিএনপি চেয়ারপারসনের কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সন্ধ্যায় বুকিত বিনতাংয়ের হোটেল সলিলের বলরুমে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মালয়েশিয়া শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিতে মালয়েশিয়াতে আপনারা একটি সংগঠনের শাখা করেছেন বলে আপনাদের আমি ধন্যবাদ জানাই। এ সংগঠনের আওতায় আপনারা প্রবাস থেকে স্বদেশের সার্বিক কল্যাণে কাজ করবেন বলে আশা করছি।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মালয়েশিয়া শাখার সভাপিত মাজু দেলোয়ারের সভাপতিত্বে ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দফতর সম্পাদক সাইদুর রহমান বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাও. সিরাজুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্যে রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটওয়ারী, শ্রমিকদলের সভাপতি মো. জুবায়ের  হোসেন লিমন, সহসাধারণ সম্পাদক মাসুদুল আলম কাজল, ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা মো. রমজান আলী, মাসুদুল আলম কাজল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম অডিট, প্রবাসীকল্যাণ সংসদ মালয়েশিয়ার মহাসচিব মো. মোফাজ্জল হোসেন, সংসদ সহগঠনিক সম্পাদক সোহাগ, অর্থবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, মো. সেলিম, টিপু সুলতান প্রমুখ।

বিএ