জাগো নিউজ গুডলাক বিশ্বকাপ কুইজ : ৪,৫,৬,৭,৮ রাউন্ডের বিজয়ী
রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসর প্রায় শেষ হতে চললো। প্রথম পর্ব শেষ করে হয়ে গেলো দ্বিতীয় পর্ব। এরপর কোয়ার্টার ফাইনাল। এবার সারা বিশ্ব অপেক্ষা করছে কোন দুটি দল উঠবে ফাইনালে। সেমির লড়াইয়ে কাদের বিদায় ঘটে, কারা টিকে থাকে তা জানার জন্য।
১৪ জুন লুঝনিকি স্টেডিয়ামে শুরু হয়েছিল বিশ্বকাপের আসর। এরপর প্রায় এক মাস সারা বিশ্বকে যেন এক সুতোয় গেঁথে নিয়েছিল চর্মগোলকের এই খেলাটি। পুরো একটি মাস ফুটবলে বুঁদ হয়ে থাকছেন সমর্থকরা। এরই মধ্যে বিদায় নিয়েছে দর্শকপ্রিয় দুটি দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। তাতেও যেন বাংলাদেশে ফুটবল আমেজের কমতি নেই। সারা দেশই মেতে আছে ফুটবল বিশ্বকাপ নিয়ে।
ভক্তদের এই আনন্দের সঙ্গে আরও একটি নতুন মাত্রা যোগ হয়, বিশ্বকাপ কুইজ। বাংলাদেশের জনপ্রিয়, শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম তাদের পাঠকদের বাড়তি এই আনন্দের সঙ্গে যুক্ত করে নিতে আয়োজন করেছে, গুডলাক জাগো নিউজ বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা। বিশ্বকাপজুড়ে মোট ১০ রাউন্ডে কুইজের আয়োজন করেছে জাগো নিউজ।
বিশ্বকাপের প্রথম থেকেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে জাগো নিউজের কুইজ প্রতিযোগিতা। পড়েছে দারুণ সাড়া। কুইজে পাঠকদের অংশগ্রহণ অভাবনীয়। শত শত অংশগ্রহণকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে সঠিক উত্তরদাতাদের।
প্রতি রাউন্ডে তিনটি করে সহজ প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ইতোমধ্যেই ৮টি রাউন্ড অনুষ্ঠিত হয়ে গেছে। এর মধ্যে প্রথম তিন রাউন্ডে বিজয়ীদের নাম প্রকাশ www.jagonews24.com করা হয়ে গেছে।
আজ এক সঙ্গে প্রকাশ করা হলো আর ৫ রাউন্ডের বিজয়ীর নাম।
৪র্থ রাউন্ডে বিজয়ী হয়েছেন : চট্টগ্রামের সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলাম, বগুড়ার মিলন রহমান, ঢাকার আইরিন খান জ্যোতি।
৫ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : রাজশাহীর সালাহউদ্দিন ডলার, ঢাকার মাসুমুর রহমান, ঢাকার তাসনুভা শারমিন।
৬ষ্ঠ রাউন্ডে বিজয়ী হয়েছেন : ব্রাহ্মণবাড়িয়ার আরিফুর রহমান, ঢাকার হুমায়রা রামিসা, ঢাকার ইসরাত জাহান লোপা।
৭ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার নদী আহমেদ, ঢাকার মো. আতাউল্লাহ রাফি, নারায়ণগঞ্জের সিয়াম আহমেদ সিফাত।
৮ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার আনোয়ার হাজারি, ফরিদপুরের সালেহ আহমেদ, ঢাকার অদিতি ঘোষ।
গুডলাক জাগোনিউজ বিশ্বকাপ কুইজে অংশ নিতে চাইলে ক্লিক করুন এই লিংকে www.jagonews24.com/quiz-contest এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে ক্লিক করুন সঠিক উত্তরে।
আইএইচএস/এমএস