জাগো নিউজ গুডলাক বিশ্বকাপ কুইজ : প্রথম তিন রাউন্ডের বিজয়ী

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৬ জুন ২০১৮

রাশিয়ায় চলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বকে যেন এক সুতোয় গেঁথে নিয়েছে চর্মগোলকের এই খেলাটি। পুরো একটি মাস ফুটবলে বুঁদ হয়ে রয়েছেন ভক্ত-সমর্থকরা। প্রিয় দল নিয়ে গলা ফাটানো, জার্সি পরা, পতাকা টানানো- আরো কত কিছুই না করে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল সমর্থকরা।

ভক্তদের এই আনন্দের সঙ্গে আরও একটি নতুন মাত্রা যোগ হয়, বিশ্বকাপ কুইজ। বাংলাদেশের জনপ্রিয়, শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম তাদের পাঠকদের বাড়তি এই আনন্দের সঙ্গে যুক্ত করে নিতে আয়োজন করেছে, গুডলাক জাগো নিউজ বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা। বিশ্বকাপজুড়ে মোট ১০ রাউন্ডে কুইজের আয়োজন করেছে জাগো নিউজ।

বিশ্বকাপের প্রথম থেকেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে জাগো নিউজের কুইজ প্রতিযোগিতা। পড়েছে দারুণ সাড়া। কুইজে পাঠকদের অংশগ্রহণ অভাবনীয়। শত শত অংশগ্রহণকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে সঠিক উত্তরদাতাদের।

প্রতি রাউন্ডে তিনটি করে সহজ প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ইতোমধ্যেই বেশ কয়েকটি রাউন্ড অনুষ্ঠিত হয়ে গেছে। যার মধ্যে প্রথম তিন রাউন্ডে বিজয়ীদের প্রকাশ করা হচ্ছে আজ।

১ম রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার শাহানা, টাঙ্গাইলের মো. জামিয়া জামান (তন্ময় ) এবং কুমিল্লার মেহেদি হাসান।
২য় রাউন্ডে বিজয়ী হয়েছেন : সিলেটের ডা. জাফরিন, ঢাকার তুষার খান এবং ঢাকার সাদিয়া নূর।
৩য় রাউন্ডে বিজয়ী হয়েছেন : ঢাকার ইশমাম মাহি, নাহিন মুনকার এবং সুজন কুমার পাল।

গুডলাক জাগোনিউজ বিশ্বকাপ কুইজে অংশ নিতে চাইলে ক্লিক করুন এই লিংকে www.jagonews24.com/quiz-contest এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে ক্লিক করুন সঠিক উত্তরে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।