ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফ্রিদির উপর এখনো রেগে আছেন মিয়াঁদাদ

প্রকাশিত: ১০:২৩ এএম, ১৯ মার্চ ২০১৬

ভারতপ্রীতির জের ধরে আফ্রিদির বিরুদ্ধে ইতিমধ্যে লিখিত নোটিশ দেয়া হয়েছে। ‘পাকিস্তানে যা  ভালবাসা পাই, ভারতে তার থেকেও বেশি পাই‌।’ আফ্রিদির এমন উক্তিতে বেশ চটেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারায় পাকিস্তান। তবুও আফ্রিদির উপর রাগ কমছে না তার। এর আগে তিনি আফ্রিদিকে বলেছিলেন, ‘আফ্রিদিকে দেখে  লজ্জা করছে।’

এবার নতুন করে আফ্রিদিকে খোঁচা দিলেন তিনি। ‘ভারতের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। তবে একজন মানুষ নিজের মাতৃভূমির থেকে বিদেশে গিয়ে বেশি ভালবাসা পাচ্ছে, এই কথাটাও মানতে পারছি না। আমরাও ভারতীয় প্লেয়ারদের ভালবাসি। পাকিস্তানে ওরা খেলতে গেলে,  আমাদের দেশের মানুষও আতিথেয়তা দেয়, ভালবাসায় ভরিয়ে দেন। তাই আফ্রিদির কাছে জানতে চাই, দু’দিনের মধ্যে ভারতে ও কী এমন পেয়েছে, যে নিজের দেশের তুলনায় সেটা বেশি মনে হয়েছে?’

মিয়াঁদাদের পাশাপাশি এবার আফ্রিদির সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন আরেক ক্রিকেটার। স্বদেশী না হলেও তিনি তার কথার মাধ্যমে বেশ জনপ্রিয়। ইয়ান চ্যাপেল আফ্রিদির ফর্ম নিয়ে বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলেছে ঠিকই। কিন্তু বাকি বড় দলগুলোর সঙ্গে কি আদৌ পারবে? মনে তো হয় না, কোনও দল ওকে সে সুযোগ দেবে? এটাও জানি না, আদৌ ব্যাটিং অর্ডারে ওপরের দিকে আসবে কি না। ভাল যদি খেলতে হয়, আফ্রিদিকে কিছুটা শান্ত হতে হবে। ধৈর্য ধরে খেলতে হবে।’

বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। নিশ্চয়ই আফ্রিদি চাইবে এই ম্যাচে সব সমালোচনার জবাব একবারে দিয়ে দিতে।

আরআর/এমআর/আরআইপি

আরও পড়ুন