ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

ট্যুরিজম বোর্ডের সিইও আসলে কে?

প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) সিইও আকতারুজ্জামান খান কবিরকে এলজিঅারডি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। তার স্থলে নিয়োগ পেয়েছেন পর্যটন কর্পোরেশন পরিচালক নাসিরুদ্দিন। তিনি অফিসও করছেন।

অথচ এখনও বিটিবির ওয়েবসাইটে প্রাক্তন সিইও আকতারুজ্জামান খান কবিরকে বর্তমান সিইও বানিয়ে রাখা হয়েছে। বিশ্বের লাখ লাখ মানুষ বিটিবির ওয়েবসাইট খুলে দেখছে এই ভুল তথ্য।

এ বিষয়ে জানতে চাইলে বিটিবির জনসংযোগ শাখার ডেপুটি ম্যানেজার আকতার আহমেদ জাগো নিউজের কাছে স্বীকার করেছেন, বিষয়টি এক সপ্তাহে তার নজরে আসেনি।

তিনি বলেন, আমাদের জনবলের অভাব রয়েছে। তাই যথাসময়ে কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তবে আগামীকাল এটি অাপডেট করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

আরএম/বিএ