রেডিও আমার’র আরও এক সাংবাদিক করোনায় আক্রান্ত
বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও আমার’র আরও এক রিপোর্টার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রিপোর্টিংয়ের পাশাপাশি তিনি উপস্থাপনাও করেন।
তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি শনিবার (২ মে) জানা যায়। বিষয়টি ওই রিপোর্টার নিজে জাগো নিউজকে নিশ্চিত করেন। এ নিয়ে রেডিও স্টেশনটির তিনজন কর্মী করোনায় আক্রান্ত হলেন।
ওই রিপোর্টার জানান, গত ২৭ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন তিনি। আজ সকালে রিপোর্ট আসে করোনা পজিটিভ। এর আগে রেডিও আমার’র আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হন।
রেডিও আমার’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাকের চৌধুরী আক্রান্ত সংবাদকর্মীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ওই সংবাদকর্মী সরকারি তিতুমীর কলেজেরও শিক্ষার্থী। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, আমরা বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেছি। তাকে চিকিৎসকের পরামর্শ মেনে যথাযথভাবে সব অনুসরণ করতে বলেছি। আমরা তাকে আর্থিক সহায়তার পাশাপাশি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।
তিনি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিরও সক্রিয় সদস্য। কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিক সমিতি চিকিৎসাসহ সব উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
এ নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ৪৬ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন। ইতোমধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। তিনি দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন। এছাড়া সুস্থ হয়েছেন ১১ জন সাংবাদিক।
স্বাস্থ্য অধিদফতরের শনিবারের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আট হাজার ৭৯০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই শনাক্ত হয়েছেন আরও ৫৫২ জন। ভাইরাসটিতে মারা গেছেন ১৭৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মৃত্যু হয়েছে পাঁচজনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৭৭ জন।
এফএইচ/এইচএ/এমকেএইচ