চার মাস পর সীমিত পরিসরে খুলছে জাতীয় প্রেসক্লাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১২ জুলাই ২০২০

করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে খুলছে জাতীয় প্রেসক্লাব। আগামী ১৬ জুলাই এটি খোলা হবে। সেদিন থেকে প্রেসক্লাব প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ক্লাবের সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রেসক্লাব খোলার বিষয়টি রোববার (১২ জুলাই) জাগো নিউজকে নিশ্চিত করেন ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২০ মার্চ প্রেসক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর আওতায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ক্যান্টিন ও মিডিয়া সেন্টারও বন্ধ করে দেয়া হয়। প্রেসক্লাবের নিজস্ব কর্মী ছাড়া এর সদস্য এবং বাইরের কেউ ক্লাবে ঢুকতে পারেননি।

অবশেষে প্রেসক্লাব খুললেও সদস্যদের জন্য এখনই ক্যান্টিন খুলে দেয়া হবে না বলে জানা গেছে।

এইচএস/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।