হাসপাতালে ডেইলি সান সম্পাদক এনামুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১১ মার্চ ২০২১

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

পত্রিকাটির প্রধান প্রতিবেদক শওকত আলী খান জাগো নিউজকে বলেন, ‘বুধবার (১০ মার্চ) গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন তিনি। তিনদিন শুকনো কাশির সমস্যায় ভোগার পর তাকে হাসপাতালে নেয়া হয়।’

ডেইলি সানে যোগদানের আগে এনামুল হক চৌধুরী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার, জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রয়টার্স, বিএসএস, নিউজ টুডে এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।

এইচএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।