‘গণমাধ্যম সমাজে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

সমাজে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে বলে জানিয়েছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম। তিনি বলেন, শুদ্ধাচারের কৌশলের বিষয়গুলো মানুষ গণমাধ্যমের মাধ্যমে জানতে পারে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) নগরীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

শাহিন ইসলাম বলেন, সরকার সুশাসন প্রতিষ্ঠায় কিছু কৌশলপত্র ঘোষণা করেছে। এ বিষয়ে জেলা ও উপজেলায় ট্রেনিং প্রোগ্রাম করিয়েছি, যাতে করে এসব বিষয়ে মানুষ জানতে পারে। এখন কেন্দ্রীয়ভাবে মানুষকে জানাতে চাই।

আরও পড়ুন>> নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

সমাজে নানা দুর্বলতা রয়েছে দাবি করে মহাপরিচালক বলেন, দেশের যেখানে দুর্বলতা রয়েছে সেখানে কাজ করছি। দেশে শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু গুণগতমান ঠিক হয়নি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা বিষয় তুলে ধরেন। এতে করে সমস্যা নিরসন সহজ হয়। কমিউনিটি ক্লিনিকের সমস্যা গণমাধ্যমে উঠে আসতে পারে। বাল্যবিয়ে, যৌতুক রোধ করতে গণমাধ্যমকর্মীরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

এমওএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।