সাংবাদিকের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণে ডিআরইউ’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৩

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মাহবুব মমতাজীর সঙ্গে অসহযোগিতা ও অসৌজন্যমূলক আচরণ করেছেন পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার রাতে (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সংবাদকর্মীর সঙ্গে পুলিশের এ ধরনের আচরণ দুঃখজনক এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতার শামিল। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

পাশাপাশি ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পুলিশ কর্মকর্তার এমন আচরণেরও তীব্র নিন্দা জানিয়েছেন।

এনএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।