সাংবাদিক নাজিম উদ দৌলা সাদীর মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
মায়ের সঙ্গে সাংবাদিক নাজিম উদ দৌলা সাদী

সাংবাদিক নাজিম উদ দৌলা সাদীর মা খায়রুননেছা (৬৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন খায়রুননেছা। তিনি উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

নাজিম উদ দৌলা সাদী গণমাধ্যমকে বলেন, মায়ের দুটো কিডনি বিকল হয়ে গিয়েছিল। চিকিৎসকের পরামর্শে প্রতি সপ্তাহে ডায়ালাইসিস চলছিল। এরইমধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে খায়রুননেছাকে দাফন করা হবে বলেও জানিয়েছেন নাজিম উদ দৌলা সাদী।

মৃত্যুকালে স্বামী, আট-ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খায়রুননেছা। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক লস্কর। ছেলে নাজিম উদ দৌলা সাদী ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক (অনলাইন)।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।