মিরপুর ডিওএইচএস সংলগ্ন সড়ক ৩ দিন বন্ধ থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ এএম, ১২ মার্চ ২০২৫
মিরপুর ডিওএইচএস সংলগ্ন সড়ক

সংস্কার কাজের জন্য মিরপুর ডিওএইচএস-সংলগ্ন মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশনের ১১৪ নম্বর পিলার থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এম পি চেক পোস্ট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রেখেছে ডিএনসিসি। ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সড়ক সংস্কার বা উন্নয়ন কাজ চলমান। এই উন্নয়ন কাজ চলাকালীন ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত যানবাহন ও পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা যাচ্ছে। ১৪ মার্চ সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএনসিসি।

এমএমএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।