ডিএনসিসি প্রশাসক

বাণিজ্যমেলার মাঠে ঈদ আয়োজনে মোগল ঐতিহ্য ফিরিয়ে আনা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৭ মার্চ ২০২৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

বাণিজ্যমেলার পুরোনো মাঠে ঈদের বড় জামাত আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জামাত শেষে ঈদ মিছিল অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে মোগল আমলের ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মিরপুর ডিওএইচএস থেকে দিয়াবাড়ি সংযোগ সড়কে যান চলাচল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঈদুল ফিতরে ডিএনসিসির আনন্দ উৎসব ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য উল্লেখ করে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা উত্তরে ডিএনসিসির উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। পুরাতন বাণিজ্যমেলার মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে। সাধারণত ঈদের জামাত শেষে ঢাকায় সবাই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন, বাসায় থেকে ঈদের দিন কাটিয়ে দেন। আমরা এবার সবাইকে ঈদের উৎসবে যুক্ত করতে চাই।

তিনি বলেন, সুলতানি মোগল আমলে পুরোনো ঢাকায় একময় ঈদ মিছিল হতো। সেই পুরোনো ঈদ মিছিল আবার ফিরিয়ে আনতে চাই। এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করবে শিল্পী, সংস্কৃত কর্মী, নারী-পুরুষ, শিশু, সব ধর্মের, বর্ণের মানুষ।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি দল-মত নির্বিশেষে সবাই ঈদ আনন্দ উৎসবে যোগ দিন। ঈদের জামাত শেষে সকাল ৯টায় পুরাতন বাণিজ্যমেলার মাঠ থেকে ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল শুরু হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে আনন্দ মিছিল। বর্ণাঢ্য এই আনন্দ মিছিলে ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, ঢোল, বাজনাসহ নানান আয়োজন থাকবে। পাশাপাশি এই আনন্দ মিছিলে ঈদ মোবারক লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড থাকবে।

এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।