মোহাম্মদপুর সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির পুলিশ। রোববার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেহেদী বলেন, শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম(২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭),জামিল (৪৫), সজল(২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল(১৮), মাহাফুজ(১৮), আরিফ(২৫)।

তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ জন, দ্রুত বিচার আইনের ২ জন, ডিএমপির মামলায় ৩ জন ও পরোয়ানা ১ জন।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।