ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে চলা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর সায়েনন্সল্যাব মোড়ে এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।

বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেন।

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছেন।

মিছিলে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ মিনহাজ বলেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করছে সেই দৃশ্য দেখার মতো না। বিশ্বে এভাবে নারকীয় হত্যাকাণ্ড চলতে পারে না। বিশ্বের সব মুসলিম দেশকে এই হত্যার প্রতিবাদে সোচ্চার হতে হবে৷। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি।

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী নোমান হুসাইন বলেন, আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি। বিশ্বের বিভিন্ন দেশ মানবাধিকার নিয়ে কথা বলে অথচ আজ ফিলিস্তিনে যা হচ্ছে তা চরম বর্বরতা ও মানবাধিকারের লঙ্ঘন৷ কিন্তু বিশ্বের মোড়ল দেশগুলো চুপ৷ এভাবে চলতে পারে না। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সেখানকার নাগরিকদের স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইসরায়েলের পণ্য বয়কটেরও অহ্বান জানান। পরে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় থেকে বাটা সিগন্যাল, কাটাবন হয়ে শাহবাগ মোড়ের দিকে চলে যান শিক্ষার্থীরা।

এনএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।