মানবেন্দ্রের বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৫
আগুনে ভস্মীভূত শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি/ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা প্রশাসন গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

বুধবার (১৬ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের বরাত দিয়ে সুচিস্মিতা জানান, এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান। কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ ঘটনায় মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রার মোটিফ বানানোর কার্যক্রমে অংশ নিয়েছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। তার বাড়িতে আগুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এমইউ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।