সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৭ এপ্রিল ২০২৫

বুধবার দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। ঢাকায়ও বিকেল থেকে রাত পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। গতকাল সিলেট ছাড়া দেশের সব আবহাওয়া স্টেশনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা বৃদ্ধি কিংবা খুব বেশি কমার সম্ভাবনা নেই।

আরএএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।