১৭ টাকা ৪০ পয়সা কেজিতে পেঁয়াজ বিক্রি করলো কাস্টমস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৫

এবার প্রকাশ্য নিলামে কেজিপ্রতি ১৭ টাকা ৪০ পয়সায় পেঁয়াজ বিক্রি করেছে চট্টগ্রাম কাস্টমস। ওই নিলামে ১৪৪ টন পেঁয়াজ দুই নিলামকারী প্রতিষ্ঠান ২৫ লাখ ৫ হাজার টাকায় কিনে নেয়।

বুধবার এ নিলাম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, পচনশীল পণ্য হিসেবে পেঁয়াজও নিলামের মাধ্যমে দ্রুত বিক্রির পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার ১৪৪ টন পেঁয়াজের নিলাম হয়। প্রকাশ্য নিলামে সর্বোচ্চা দরদাতা দুই প্রতিষ্ঠানের অনুকূলে বিক্রয় অনুমোদন দেওয়া হবে।

কাস্টমসের তথ্যমতে, নিলামে নগরীর দেওয়ান হাটের ফারজানা ট্রেডিং ৮৭ টন পেঁয়াজের একটি চালানে ১৫ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা মনোনীত হন। অন্যদিকে ৫৭ টন পেঁয়াজের আরেক চালানের ক্ষেত্রে নগরীর পতেঙ্গা এলাকার আসিফ নামের এক ব্যক্তি ১০ লাখ ৫ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা মনোনীত হন।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।