শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৩ মে ২০২৫

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুর রহমান বিপু ওরফে শুটার বিপুকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি রাজধানীর হাতিরঝিলে যুবদলকর্মী আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

শনিবার (৩ মে) র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় মাহফুজুর রহমান বিপু ও তার বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ওই এলাকার সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত ও অতিষ্ঠ ছিল। গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিলের নয়াটোলা মোড়ল গলিস্থ স্থানে মো. আরিফ সিকদারকে (২৬) হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল আরিফ সিকদার মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের নামে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, পরবর্তীতে মামলাটি গত ২৪ এপ্রিল হাতিরঝিল থানা থেকে ডিবি-তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর র‌্যাব-১০ এর সহায়তায় ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে র‌্যাব-৩ মাহফুজুর রহমান বিপু ওরফে শুটার বিপুকে গ্রেফতার করে।

মিরপুর মডেল থানায় অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শুটার বিপু এবং হাতিরঝিল থানায় হত্যাসহ মোট ৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

টিটি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।