জুলাই ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৮ মে ২০২৫
সংবাদ সম্মেলনে কথা বলছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ ৮ মে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ নিয়ে মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আপাতত রাজনীতিতে যোগদানের তার কোনো পরিকল্পনা নেই। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি আপাতত এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেছেন, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে তিনি পড়াশোনায় মনোযোগী হতে পারছিলেন না। এ কারণে তিনি এ পদ থেকে সরে গিয়ে সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকছেন।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।