এক রাতে জিগাতলা-হাজারীবাগে দুই তরুণ খুন, রহস্য উদঘাটন পুলিশের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২১ মে ২০২৫
ফাইল ছবি

রাজধানীর জিগাতলা ও হাজারীবাগে দুই তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রহস্য উদঘাটন ও আলামতসহ আসামি গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিগাতলায় নিহত সামিউর রহমান ওরফে আলভী (২৭) ধানমন্ডির একটি কলেজের ছাত্র। তিনি হাজারীবাগে বিজিবি ৫ নম্বর ফটক সংলগ্ন বাসায় ভাড়া থাকতেন। হাজারীবাগে নিহত নুরুল হক (২৪) প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার একটি মেসে থাকতেন।

গত শুক্রবার রাতে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন

বুধবার (২১ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জনান, হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকায় চাঞ্চল্যকর ফটোগ্রাফার নুরুল হক হত্যা এবং জিগাতলা এলাকায় চাঞ্চল্যকর আলভী হত্যা মামলার রহস্য উদঘাটন ও আলামতসহ আসামি গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।