সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৭ মে ২০২৫
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী/ছবি সংগৃহীত

একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতার অন্য তিনজন হলেন- মোল্লা মাসুদ, শরীফ ও আরাফাত।

মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগীসহ তাদের গ্রেফতার করা হয়।

একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকায় নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সুব্রত বাইনকে গ্রেফতারের বিষয়টি প্রশাসনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাজধানীতে সাম্প্রতিক যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত রয়েছে।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।