শাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৯ মে ২০২৫
পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলের অপেক্ষায় বিমানবন্দরে তার সহযোদ্ধারা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের কৃতী সন্তান পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা দিতে এসেছেন তার সহযোদ্ধা পর্যটকরা।

বিমানবন্দরে অপেক্ষা করেছেন তার সহযোদ্ধা ও বাংলা চ্যানেল পাড়ি দেওয়া হোমায়েদ ইসহাক মুন। জাগো নিউজকে তিনি বলেন, শাকিল যখন যমুনা নদী পার হয় আমি তার সঙ্গে ছিলাম। আমি একজন সুইমার ও পর্বতারোহী। ওকে সাধুবাদ জানিয়েছে। এখন ওকে দেখার অপেক্ষায় আছি। আমি সহযোদ্ধা হিসেবে এই ইতিহাসের অংশ হয়ে গর্বিত।

এভারেস্ট জয়ী শাকিলের বন্ধু বিপাশা। তিনিও দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। জাগো নিউজকে তিনি বলেন, শাকিল পায়ে হেঁটে ১৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন। গিনেজ বুকেও রেকর্ড করেছেন। উনি অ্যাডভেঞ্চারের বাহিরেও ভালো মানুষ। আমি ওনার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি।

তিনি বলেন, আমাদের আরও অনেক ট্রাভেলার তাকে দেখতে এয়ারপোর্টে আসছেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৪টা ৪৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

জানা গেছে, শাকিল কক্সবাজার থেকে প্রায় ১ হাজার ৩৭২ কিলোমিটার পথ হেঁটে গত ১৯ মে সকালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন তিনি। পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। শাকিল এটা করেছেন সর্বকনিষ্ঠ হিসেবে। এতে দেশের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।

আরএএস/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।