কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৬ জুন ২০২৫
কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়/ছবি: মাহবুব আলম

পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঈদযাত্রাকে কেন্দ্র করে কমলাপুর রেলস্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। মানুষের আনাগোনায় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে, শুক্রবার (৬ জুন) সকাল থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেনে সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কমলাপুর রেলস্টেশনে গত দু-তিনদিনের তুলনায় যাত্রীদের উপস্থিতি কিছুটা কম। অনেকেই স্টেশনে প্রবেশের জন্য বাঁশের তৈরি ব্যারিকেড লাইন দাঁড়িয়ে আছেন। যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। এরপর দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। সবশেষ প্ল্যাটফর্মে প্রবেশে টিকিট প্রদর্শন করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া চুরি-ছিনতাইসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর রয়েছে।

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

কমলাপুরে কথা হলে ট্রেন যাত্রী মাহমুদুল ইসলাম বলেন, অফিস ছুটি হয়েছে আরও দুইদিন আগে, কিন্তু টিকিট না পাওয়ায় যেতে পারিনি। পরে অনেক কষ্টে আজকের টিকিট ম্যানেজ করে অবশেষে বাড়িতে রওনা হচ্ছে।

আরিফুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাবো, এটাই অনেক আনন্দের।

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

যাত্রী মেহেদী হাসান বলেন, আমি একটা গার্মেন্টস পণ্যের দোকানে চাকরি করি। ঈদের আগ মুহূর্তে বেচাকেনা ভালো হয়। তাই মালিক আগে থেকে ছুটি দেননি। তাই আজকে বাড়ি যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত। ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তির। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন শিডিউল বিপর্যয় নেই।

কেআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।