মেলা শুরু, পাওয়া যাচ্ছে হাজার প্রজাতির বৃক্ষ

শুরু হয়েছে এবারের জাতীয় বৃক্ষমেলা। বাংলাদেশ বন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে বুধবার (২৫ জুন) থেকে শুরু হয় এই মেলা। পরিকল্পিত বনয়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি-এই স্লোগান নিয়ে এবারের মেলায় এসেছে হাজার প্রজাতির বৈচিত্র্যময় বৃক্ষ।
এবার মেলায় শোভা পাচ্ছে হাজারও প্রজাতির গাছ। বিভিন্ন ফুল ও ফলদ গাছের পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা জাতের ওষুধি ও বনজ গাছ। ফল গাছের মধ্যে আম, জাম লিচু, কাঁঠাল, আনারস, জামরুল, আমলকী, পেয়ারা, আতা, শরীফা ইত্যাদি দেশি প্রজাতির পাশাপাশি বিদেশি প্রজাতির আপেল, আঙুর, কমলা প্রভৃতি গাছের চারা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
আর ফুল গাছের ক্ষেত্রে মেলায় পাওয়া যাচ্ছে রজনিগন্ধা থেকে শুরু করে দেশি ও বিদেশি গোলাপ, শিউলি, গাঁদা, জুঁই, হাসনাহেনা, ক্যাকটাস প্রভৃতি প্রজাতির গাছের চারা। অন্যদিকে বনজ গাছের মধ্যে সেগুন, মেহগনি, শাল, কড়ই, শিমুল, গর্জন ইত্যাদি পাওয়া যাচ্ছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ টাকা থেকে শুরু করে এই মেলায় ৭ লাখ টাকা পর্যন্ত মূল্যের গাছ রয়েছে। এর মধ্যে বনসাই গাছ রয়েছে, যেগুলো ২ হাজার থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত রয়েছে। বৃক্ষপ্রেমীরা খুঁজে খুঁজে তাদের পছন্দ অনুযায়ী গাছ কিনছেন।
খাঁন নার্সারির বিক্রয়কর্মী আসাদুল জাগো নিউজকে বলেন, মেলা আজ শুরু হয়েছে, এখনো ক্রেতা সমাগম বাড়েনি। ইনডোরের গাছের চাহিদা এখন বেশি। তরুণ -তরুণীরা ঘর সাজানোর জন্য এসব গাছ কিনে নেন।
তিনি জানান, অনেক পরিবেশবাদী সংগঠন ও গাছ কিনে নেন। ঢাকায় যারা ছাদ বাগান করে তাদের কেউ কেউ ৫০ থেকে লাখ টাকার গাছ কিনেন।
বৃক্ষ মেলায় কথা হয় মিরপুর থেকে আসা ছালেহা বেগমের সঙ্গে। জাগো নিউজকে বলেন, বারান্দায় লাগানোর জন্য গাছ কিনেছি পাঁচটি। কিছু ইনডোর প্ল্যান্টস নিয়েছি। মেলা মাত্র শুরু হয়েছে, আবার এসেও কেনাকাটা করবো।
উপকর নার্সারির হামিদুল ইসলাম জানান, আমাদের এখানে সবজি থেকে শুরু করে ইনডোরের সব গাছ রয়েছে। ইনডোরের গাছগুলো ৫০০ থেকে শুরু করে ২৫০০ পর্যন্ত রয়েছে। অনেক মহিলা এসে শুধু সবজি আর ওষুধি গাছ কেনেন।
বন অধিদপ্তরের রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, এবারের মেলায় বৃক্ষে ১৩৫টি স্টল ও পরিবেশের ১৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।
তিনি জানান, পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন। আর বৃক্ষ মেলা চলবে ২৫ থেকে ২৪ জুলাই।
আরএএস/এমআইএইচএস/এমএস