জুলাই পুনর্জাগরণ উৎসব

নৌবাহিনীর আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৯ জুলাই ২০২৫
নৌবাহিনীর উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে ‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি কর্তৃক দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চল এবং ঢাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের সুচিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

ঢাকা নৌ অঞ্চলের কমান্ডারের তত্ত্বাবধানে রাজধানীর ভাষানটেকে আয়োজিত ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেন।

এছাড়াও, চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে কয়েক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নৌবাহিনীর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন চিকিৎসক দলের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হন। তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

আইএসপিআর আরও জানায়, একইসঙ্গে খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ভোলা জেলার তজুমুদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যায় আক্রান্ত রোগীদেরও সেবা দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে উপকূলীয় ও দুর্গম অঞ্চলে দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে বিনামূল্যে অতিপ্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। ‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষে গৃহীত এ উদ্যোগ নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণে অবিচল অঙ্গীকারের সুস্পষ্ট প্রমাণ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে বাংলাদেশ নৌবাহিনী দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।