লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫
ফাইল ছবি

রাজধানীর কদমতলীর জনতাবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সিদ্দিকুরের ভাই ওয়াহিদ জানান, আমার ভাই ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। দুপুরে কদমতলীর জনতাবাদ পুলিশ ফাঁড়ির সামনে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৫ তলায় লিফটের কাজ করার সময় হঠাৎ লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কালিকাকন্দি এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।