ব্যালট-ইভিএম বাদ দিয়ে মোবাইল অ্যাপে ভোটগ্রহণের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণের আহ্বান জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব/ প্রতীকী ছবি

নির্বাচনে ভোটগ্রহণের জন্য বর্তমানে যেসব পদ্ধতি (ব্যালট-ইভিএম) প্রচলিত আছে সেগুলো বাদ দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণের আহ্বান জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানায় দলটি।

সংলাপে ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার বলেন, প্রচলিত ভোট পদ্ধতি পরিহার করে মোবাইল অ্যাপে বৃদ্ধাঙ্গুলির ছাপের মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি প্রবর্তনের আবেদন জানাচ্ছি।

আরও পড়ুন
নির্বাচনি আচরণবিধি নিয়ে দলগুলোর তোপের মুখে ইসি 
ইসির সামনে একই দিনে দুই ভোট করার ‘চ্যালেঞ্জ’ 

সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আচরণবিধিতে শাস্তির বিধান স্পষ্ট না। যত নিয়মনীতি তৈরি করা হবে, তত তা লঙ্ঘনের প্রবণতা বাড়বে। কাজেই এটা যত সিম্পল করা যায়।

জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, বিধি ভাঙলে শাস্তির কথা বলা আছে। কিন্তু কে দেবে শাস্তি তা উল্লেখ নেই। আচরণবিধিতে বলতে হতো কোর্টটা কে নির্ধারণ করবে? আপনার এই বিধান পড়ে মনে হয় না যে, আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে শাস্তি আরোপ করবে- এই মর্মে আচরণবিধিতে থাকা উচিত ছিল।

এতে অন্যান্য দলের নেতারাও পোস্টার বন্ধ করে বিলবোর্ডের প্রচারের বিধান নিয়ে সমালোচনা করেন। পেশিশক্তি, কালো টাকার প্রভাব রোধের আইনের স্পষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এমওএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।