বাসা থেকে ডিউটিতে যাওয়া হলো না আহমেদের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জের বসুন্ধরা বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আহমেদ দেওয়ান (৬০) নামের নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। তিনি ডগ ইয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই পিন্টু বলেন, আমার শ্বশুর কেরানীগঞ্জের হক ডগ ইয়ারের নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন।আজ সকালের দিকে তার প্রতিষ্ঠানে ডিউটি করার জন্য যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে পরে তার পেটে ছুরি মেরে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।