দুইজনকে জীবিত উদ্ধার


প্রকাশিত: ১১:২০ পিএম, ০১ জুলাই ২০১৬

গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে দুইজনকে জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে আনা হয়।

উদ্ধারকৃতরা হলেন স্প্যানিশ নাগরিক দিয়েগো স্তেন। তিনি রেস্টুরেন্টিতে শেফ হিসেবে কর্মরত ছিলেন। অপরজন বাংলাদেশি নাগরিক বেলারুশ। তিনি রেস্টুরেন্টের স্টাফ।

সোয়াত সদস্যরা তাদের রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে আসে। তবে তারা মূল রেস্টুরেন্টের ভেতরে ছিলেন না, যেখানে অন্যরা অস্ত্রধারীদের হাতে জিম্মি হয়ে আছেন।

এদিকে জিম্মিদের উদ্ধারে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করতে সিলেট থেকে সেনাবাহিনীর কমান্ডো টিম ঘটনাস্থলে আসছে বলে জানা গেছে। শনিবার সকাল থেকে তারা অভিযান শুরু করবে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।