হোমিওপ্যাথিক বোর্ডে পুনঃনিয়োগ পেলেন ডা. দিলীপ কুমার


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হিসাবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে ডা. দিলীপ কুমার রায়কে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পরিবর্তী ৩ বছরের জন্য ডা. দিলীপ কুমার রায়কে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হিসাবে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে।

দিলীপ কুমার রায়কে হোমিও প্যাথিক বোর্ডের চেয়ারম্যান হিসাবে পুনরায় নিয়োগ দেওয়ায় প্রধামন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ।- বাসস

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।