গার্মেন্টস শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাঁটাই নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে গার্মেন্টস-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, পে-কমিশন ঘোষণা, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে অাশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ে অালোচনার কার্যকর উদ্যোগ গ্রহণ করে শ্রমিক অসন্তোষ নিরসনের চেষ্টা না করে শ্রমিক নেতাদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা অাইনের অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের এবং হয়রানি-ছাঁটাই-নির্যাতন করে অান্দোলন দমন ও শ্রমিকদের মজুরির দাবিকে অাড়াল করার যে কৌশল নিয়েছেন তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
শ্রমিক নেতা সৌমিত্র কুমার, অাহমেদ জীবন, শামিম খানসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাঁটাই নির্যাতন বন্ধের দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম অাহ্বায়ক নাঈমুল অাহসান জুয়েল, গার্মেন্টস-শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল অাহসান প্রমুখ।
এএস/জেএইচ/জেআইএম