অনিয়ম দুর্নীতিসহ সমস্যায় জর্জরিত স্থলবন্দর


প্রকাশিত: ০২:২৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

যশোরের বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) হলেও বন্দরটির নিরাপত্তা শেডের ব্যবস্থা সন্তোষজনক নয়। এ বন্দরে অসাধু শুল্ক কর্মকর্তাদের যোগসাজশে আমদানি-রফতানির ক্ষেত্রে ও রাজস্ব সংগ্রহে কাস্টমসে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হচ্ছে।  

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে দেশের স্থলবন্দরের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বেনাপোলসহ বিভিন্ন স্থলবন্দরের নানা সমস্যা নিয়ে আলোচনাকালে এ তথ্য উঠে আসে।

বেনাপোল
বৈঠক সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দরে নবনির্মিত বিলাসবহুল আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার ও বাস টার্মিনালটি এখনও চালু না হওয়ার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। বেনাপোল চেকপোস্ট হতে বন্দর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। এ থেকে উত্তরণের ব্যাপারে মতামত নেয়া হয়। ইমিগ্রেশন হলে বাইরের দালাল ও ছিনতাইকারীদের অবৈধ তৎপরতা ও স্থলবন্দরে দালাল চক্রের দৌরাত্ম্যে যাত্রী হয়রানি হচ্ছে বলে জানানো হয়।

দালাল ও ছিনতাইকারীদের কাছ থেকে পুলিশ ও আনসার সদস্যরা অবৈধ সুবিধা গ্রহণ করে তাদের কাস্টমস হলে প্রবেশের সুযোগ দেয়। কাস্টমস চেকিংয়ের ক্ষেত্রে অব্যবস্থাপনা ও কুলিদেরও অবৈধ দৌরাত্ম্য রয়েছে।

ভোমরা
অসাধু শুল্ক কর্মকর্তাদের যোগসাজশে আমদানি/রফতানির ক্ষেত্রে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি অন্যতম সমস্যা। এ বন্দরে জরাজীর্ণ অফিস ঘর, পার্কিং, ইয়ার্ড ও কার্গো শেড নেই। বন্দরের নিজস্ব এলাকায় কোনো ব্যাংকিং ব্যবস্থা চালু না থাকা ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি উল্লেখ করা হয়।  

হিলি
হিলি স্থলবন্দরে মাদক চোরাচালান অন্যতম সমস্যা। কখনও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরোক্ষ সহযোগিতায় চোরাচালান হচ্ছে।

সোনামসজিদ
বিভিন্ন সংস্থার অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিদেশ থেকে আমদানিকৃত মালামালের ওজন কম দেখিয়ে আন্ডার ইনভয়েজের মাধ্যমে ব্যবসায়ীদের আর্থিক সুবিধা দেয়া অন্যতম সমস্যা। পানামা পোর্ট লিংক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অপতৎপরতা নিয়ে আলোচনা হয়।

বুড়িমারি
নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ না থাকা এ বন্দরের অন্যতম সমস্যা। এ বন্দরে প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে।

টেকনাফ
আমদানি-রফতানিতে এলসি প্রথা চালু না থাকায় ব্যবসার অন্যতম সমস্যা। এছাড়া রোহিঙ্গাদের বর্ডার পাস দেয়া ও রাজস্ব সংগ্রহে কাস্টমসের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বিবিরবাজার
পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারত ও বাংলাদেশিদের যাতায়াতের ফলে চোরাচালান বৃদ্ধি পাচ্ছে।
 
এমইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।